বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োজিত সরকারী মালিকানাধীন প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেডে ৭ পদে ৩৮ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৭ (সাত)টি
যোগ্যতা: তড়িৎ/ তড়িৎ ও বৈদ্যুতিক/ যান্ত্রিক প্রকৌশলে স্নাতকসহ পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন: ৭০,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩৫ বছর
পদ: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৮ (আট)টি
যোগ্যতা: তড়িৎ/ তড়িৎ ও বৈদ্যুতিক/ যান্ত্রিক প্রকৌশলে স্নাতক।
বেতন: ৫২,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩০ বছর
পদ: সহকারী ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন)
পদসংখ্যা: ২ (দুই)টি
যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর।
বেতন: ৫২,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩০ বছর
পদ: সহকারী ব্যবস্থাপক (কোম্পানী সেক্রেটারী)
পদসংখ্যা: ১ (এক)টি
যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনায় স্নাতকোত্তর।
বেতন: ৫২,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩০ বছর
পদ: সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১ (এক)টি
যোগ্যতা: স্নাতকোত্তর, বাণিজ্য/অর্থও হিসাব/এমবিএ (মেজর অর্থ ও হিসাব) ।
বেতন: ৫২,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩০ বছর
পদ: উপ-সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১৫ (পনের)টি
যোগ্যতা: তড়িৎ/ যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা
বেতন: ৪০,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৩০ বছর
সিকিউরিটি সুপারভাইজার
পদসংখ্যা: ৪ (চার)টি
যোগ্যতা: সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার
বেতন: ২৩,০০০/ টাকা
বয়স: সব্বোর্চ ৫৫ বছর
আবেদন নিয়ম: brpgen.teletallk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২০
বিস্তারিত বিজ্ঞপ্তিতে