পদের নাম:
(১) সহকারী প্রকৌশলী (সিভিল) (২) সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) (৩) সহকারী পরিচালক (৪) সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) (৫) সহকারী অথরাইজড অফিসার (৬) সহকারী নগর পরিকল্পনাবিদ (৭) সহকারী স্থপতি (৮) সহকারী আইন কর্মকর্তা (৯) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (১০) উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) (১১) প্রধান ইমারত পরিদর্শক (১২) হিসাব রক্ষক (১৩) তত্ত্বাবধায়ক (১৪) এস্টেট পরিদর্শক (১৫) কানুনগো (১৬) ইমারত পরিদর্শক (১৭) নথিরক্ষণ কর্মকর্তা (১৮) সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (১৯) নিরীক্ষক (২০) উচ্চমান সহকারী (২১) সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (২২) ফটোগ্রাফার (২৩) সার্ভেয়ার (২৪) অপারেটর (২৫) লিফটম্যান
আবেদন নিয়ম: http://rajuk.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুর ও শেষ সময়: ০৩ ডিসেম্বর ২০২০ সকাল ১০:০০ থেকে ২২ ডিসেম্বর ২০২০ বিকেল ০৫:০০টা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পদসংখ্যা এবং বেতনসহ বিস্তারিত বিবরণ নিন্মোক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।