কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ২৮ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
সোমবার (২৯ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, অনিবার্য কারণে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া এই তিন দিনের পরীক্ষাগুলো কবে হতে পারে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পিএসসির কমিশন সভা শুরু হয়। সভায় আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সার্বিক দিক বিবেচনায় এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। শিগগির পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১০ হাজার ৬৩৮ প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।