বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস (এএমআইই) এর সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদটিতে আবেদন করা যাবে। তবে শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযােগ্য হবে না। প্রার্থীর এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৮ এপ্রিল ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর নবম গ্রেড অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।
ও
আবেদনের নিয়ম
প্রার্থীরা অনলাইনে পানি উন্নয়ন বোর্ডের অনলাইন জব পোর্টালের (rms.bwdb.gov.bd/orms) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শেষে বিকাশের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদন করা যাবে আগামী ৮ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত।