আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডে (এপিএসসিএল) প্রশিক্ষণ প্রদানের জন্য এপ্রেনটিস (কারিগরী) হিসাবে অস্থায়ীভাবে ৪৫ জনকে নিয়ােগ দেয়া হবে।
পদ: এপ্রেনটিস (জুনিয়র ইলেকট্রিশিয়ান)
পদসংখ্যা: ১৩টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস।
পদ: এপ্রেনটিস (জুনিয়র ওয়েল্ডার গ্রেড-২)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন।
পদ: এপ্রেনটিস (জুনিয়র ইন্সট্রুমেন্ট মেকানিক)
পদসংখ্যা: ৮টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): জেনারেল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইন্সট্রুমেন্টেশন।
পদ: এপ্রেনটিস (জুনিয়র টেকনিশিয়ান)
পদসংখ্যা: ১৬টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভোকেশনাল): জেনারেল মেকানিক্স
পদ: এপ্রেনটিস (জুনিয়র ক্রেন অপারেটর)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): মেশিন টুলস্ অপারেশন, জেনারেল মেকানিক্স।
পদ: এপ্রেনটিস (জুনিয়র এসি মেকানিক)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন।
পদ: এপ্রেনটিস (জুনিয়র প্লাম্বার)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
পদ: এপ্রেনটিস (জুনিয়র মেসন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি/দাখিল (ভােকেশনাল): সিভিল কনস্ট্রাকশন।
আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে apscl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।