ইবনে সিনা হাসপাতালে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:49:27

ইবনে সিনা হাসপাতাল ও ডায়গনােস্টিক সেন্টার যশােরে চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে।

পদ: ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস)
যোগ্যতা: এমবিবিএস ও হাসপাতাল ব্যবস্থাপনায় পােষ্ট গ্রাজুয়েশন ডিগ্রি। কমপক্ষে ২০০ বেডের টারশিয়ারী লেভেল হাসপাতালে মেডিকেল প্রশাসন পরিচালনায় ন্যূনতম ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: চীফ মেডিকেল অফিসার (সি.এম.ও)
যোগ্যতা: এমবিবিএসসহ এফসিপিএস পার্ট-১ সম্পন্ন। আরএমও পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদ: মেডিকেল অফিসার
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ সমপদে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

পদ: সিনিয়র স্টাফ নার্স
যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল স্বীকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিগ্রি। ইংরেজিতে যােগাযােগে দক্ষ, কম্পিউটার চালনায় পারদর্শী ও প্রতিষ্ঠিত কোন হাসপাতালে সমপদে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে পূর্ণজীবন বৃত্তান্ত, সব শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতােলা পাসপাের্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ খামের উপর পদের নাম এবং ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনােস্টিক সেন্টার যশাের শাখা উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র আগামী ১০ এপ্রিলের মধ্যে ‘সেক্রেটারী, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ী-৪৮, রােড- ৯/এ, ধানমন্ডি, ঢাকা’ ঠিকানায় পাঠাতে হবে।

ক্যারিয়ার টিপস ও চাকরি সংক্রান্ত যেকোন তথ্য জানতে ইমেইল করুন : career@barta24.com 

আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন

এ সম্পর্কিত আরও খবর