নৌবাহিনীতে ১৪২ জন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক | 2023-08-31 04:23:15

বাংলাদেশ নৌবাহিনীর ৩৮ ধরনের পদে ১৪২ জনকে নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে দেয়া নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ:
১। ধর্মীয় শিক্ষক : ১টি
২। লাইব্রেরীয়ান : ১টি
৩। জুনিয়র সাইন্টিফিক এ্যাসিস্ট্যান্ট : ১টি
৪। অ্যাসিস্ট্যান্ট কস্ট একাউনটেন্ট : ১টি
৫। উচ্চমান সহকারী : ৩টি
৬। স্টোর হাউজ সহকারী : ৬টি
৭। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর : ১টি
৮। সহকারী এক্সামিনার : ২টি
৯। ক্যাশিয়ার : ৩টি
১০। লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট : ২টি
১১। নার্স : ১টি
১২। ক্রেন ড্রাইভার (ক্লাস-১) : ১টি
১৩। ফর্ক লিফট ড্রাইভার : ১টি
১৪। লিডিং ফায়ারম্যান : ২টি
১৫। ফায়ার ইঞ্জিন ড্রাইভার : ১টি
১৬। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : ১৫টি
১৭। স্টোরম্যান : ৫টি
১৮। টেলিফোন অপারেটর : ১টি
১৯। মােয়াজ্জিন : ১টি
২০। কম্পােজিটর : ১টি
২১। সুকানি : ১টি
২২। ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২) : ৪টি
২৩। ক্রেন ড্রাইভার (ক্লাস-২) : ৩টি
২৪। মিডওয়াইফ : ১টি
২৫। ল্যাবরেটরী এটেনডেন্ট : ৫টি
২৬। বাইন্ডার : ১টি
২৭। ট্রেসার : ৪টি
২৮। আয়া : ২টি
২৯। তন্দুরচী : ১টি
৩০। এমটি ক্লিনার : ১০টি
৩১। ফায়ারম্যান : ৪টি
৩২। অফিস সহায়ক : ৩টি
৩৩। বাবুর্চি : ৯টি
৩৪। ওয়ার্ডবয় : ২টি
৩৫। গার্ডেনার : ৪টি
৩৬। অদক্ষ শ্রমিক : ২৭টি
৩৭। খাকরব : ১০টি
৩৮। ওয়াসারম্যান : ১টি

আবেদনের শেষ তারিখ: ৫ মে ২০১৯।

এ সম্পর্কিত আরও খবর