আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১০ মে

নোটিশ বোর্ড, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক | 2023-08-24 21:29:47

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিডিবিএল, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইসিবি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশননের ‘উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদের নিয়োগ পরীক্ষা আগামী ১০ মে সকাল ১০:৩০টা হতে ১১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ৫৪ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পূর্ণমান ১০০ নম্বর। 

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের প্রিন্ট কপি অবশ্যই সাথে রাখতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, একাধিক প্রবেশপত্র, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

পরীক্ষার আসনবিন্যাস দেখুন

এ সম্পর্কিত আরও খবর