বিটিভিতে ১৪৫ জন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক | 2023-09-01 09:54:37

বাংলাদেশ টেলিভিশনের ৩৫ ধরনের পদে মোট ১৪৫ জনকে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ:
১। বাদ্যযন্ত্রী : ৯টি
২। মোটর টেকনিশিয়ান : ১টি
৩। স্থির চিত্রগ্রাহক : ১টি
৪। টেলিভিশন টেকনিশিয়ান : ২২টি
৫। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর : ৭টি
৬। প্রযোজনা সহযোগী/ প্রযোজনা সহকারী : ৫টি
৭। ট্রান্সমিশন/ভিটিআর রেকর্ড কিপার : ১টি
৮। রূপকার : ২টি
৯। ওয়াড্রোব সহকারী : ১টি
১০। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর : ২টি
১১। সিনিয়র মোটর মেকানিক : ১টি
১২। নিরাপত্তা পরিদর্শক : ৩টি
১৩। সহকারী হিসাবরক্ষক : ২টি
১৪। হিসাব সহকারী : ১টি
১৫। লাইসেন্স পরিদর্শক : ২টি
১৬। টেলিপ্রিন্টার অপারেটর : ২টি
১৭। ডেভেলপার : ১টি
১৮। প্রোজেক্ট অপারেটর : ১টি
১৯। স্টোর কিপার : ৩টি
২০। কার্পেন্টার : ৩টি
২১। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ১৩টি
২২। ক্যাশিয়ার : ৫টি
২৩। টেলিফোন অপারেটর : ২টি
২৪। গাড়িচালক : ৯টি
২৫। লাইটিং সহকারী : ৩টি
২৬। ট্রান্সমিশন টাইপিষ্ট : ২টি
২৭। সহকারী মহিলা রূপকার : ১টি
২৮। ইলেট্রিশিয়ান : ৩টি
২৯। ষ্টোর অ্যাসিস্ট্যান্ট : ২টি
৩০। পাম্প অপারেটর : ১টি
৩১। ওবি সহকারী : ২টি
৩২। ইকুইপমেন্ট ক্লিনার : ৩টি
৩৩। অফিস সহায়ক : ১৮টি
৩৪। নিরাপত্তা প্রহরী : ৯টি
৩৫। পরিচ্ছন্নকর্মী : ২টি

আবেদনের নিয়ম: অনলাইনে btv.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১ মে সকাল ৯টা থেকে ২৩ মে বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এ সম্পর্কিত আরও খবর