বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৯ ধরনের পদে মোট ৩২৫ জনকে নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ:
১। ফার্মাসিস্ট : ৩টি
২। কম্পিউটার অপারেটর : ১টি
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর : ১টি
৪। বিজ্ঞাপন সহকারী : ১টি
৫। থানা/উপজেলা প্রশিক্ষক : ১০৬টি
৬। থানা/উপজেলা প্রশিক্ষিকা : ৩৬টি
৭। মাস্টার/নৌযান চালক : ৩টি
৮। সারেং/লঞ্চ ড্রাইভার : ৩টি
৯। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৪০টি
১০। নার্সিং সহকারী : ১৫টি
১১। কম্পাউন্ডার : ১টি
১২। সিইউইং, নিটিং এন্ড স্টিচিং ইন্সট্রাক্টর : ১টি
১৩। আউট বোর্ড মটর (ওবিএম) ড্রাইভার : ১টি
১৪। ইলেকট্রিশিয়ান : ১টি
১৫। মহিলা আনসার : ২২টি
১৬। সিগন্যাল অপারেটর : ২টি
১৭। ইলেকট্রিশিয়ান (মটরযান) : ১টি
১৮। পেইন্টার : ২টি
১৯। গার্ড সিপাই : ৪টি
২০। এমুনিশন (এনসিও)(নন-কমিশন কর্মকর্তা) : ১টি
২১। আর্মোরার : ২৩টি
২২। কোয়াটার মাষ্টার : ৩টি
২৩। ব্যান্ডস ম্যান : ৪টি
২৪। মহিলা ব্যান্ড : ২২টি
২৫। সুকানী : ৪টি
২৬। লস্কর : ১টি
২৭। অয়েলম্যান : ২টি
২৮। নিরাপত্তা প্রহরী : ৪টি
২৯। অফিস সহায়ক : ১১টি
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে www.ansarvdp.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৭ মে পর্যন্ত।