মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্পে ক্ষেত্র সহকারী পদে ৫২ জনকে নিয়োগ দেয়া হবে।
জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। মৎস্যবিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। ২৩ মে ২০১৯ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর এবং মুক্তিযোদ্ধাদের অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের নির্ধারিত জেলার প্রার্থীরা এবং সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৮ এর গ্রেড ১৬ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩ মে ২০১৯ তারিখের মধ্যে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, কক্ষ নং-৭২০, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে।