রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষক পদ-
১। অধ্যাপক : সিএসই বিভাগ ১টি
২। সহযোগী অধ্যাপক : পুরকৌশল বিভাগ ১টি, সিএসই বিভাগ ১টি)
৩। সহকারী অধ্যাপক : ইটিই বিভাগ ১টি, পদার্থ বিজ্ঞান বিভাগ ১টি
কর্মকর্তা ও কর্মচারী পদ-
৪। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার : ১টি
৫। সেকশন অফিসার : ৬টি
৬। ফিজিক্যাল ইন্সট্রাকটর : ১টি
৭। সহকারী কম্পিউটার প্রোগ্রামার/ সহকারী ডাটাবেজ প্রোগ্রামার : ১টি
৮। সিকিউরিটি ইন্সপেক্টর : ১টি
৯। নেটওয়ার্ক টেকনিশিয়ান/ হার্ডওয়্যার টেকনিশিয়ান : ২টি
১০। ডাটা এন্ট্রি অপারেটর : ১টি
১১। কেয়ারটেকার (গেষ্ট হাউজ) : ১টি
১২। ষ্টোরকিপার : ২টি
১৩। সহকারী ক্যাশিয়ার : ১টি
১৪। ড্রাইভার : ১টি
১৫। লাইনম্যান (পিএবিএক্স) : ১টি
১৬। গার্ড : ৭টি
১৭। সহকারী রেজিষ্ট্রার: ১টি
১৮। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক : ১টি
১৯। টেকনিক্যাল অফিসার (তওই/যন্ত্র/সিএসই/পুর) : ৩টি
২০। সহকারী টেকনিক্যাল অফিসার (তওই/ যন্ত্র/ সিএসই/ পুর) : ৪টি
২১। জুনিয়র অডিট অফিসার : ১টি
২২। ল্যাব টেকনিশিয়ান (তওই/যন্ত্র/পুর) : ৫টি
২৩। পিএ টু ভিসি/ডাইরেক্টর : ২টি
২৪। হিসাব সহকারী : ২টি
২৫। ল্যাব এ্যাসিসটেন্ট (তওই/যন্ত্র/সিএসই/পুর) : ৪টি
২৬। লাইব্রেরি এ্যাসিসটেন্ট : ১টি
২৭। ইলেক্ট্রিশিয়ান : ১টি
২৮। ক্যামেরাম্যান : ১টি
২৯। কার্পেন্টার : ১টি
৩০। ল্যাব এ্যাটেনডেন্ট : ৩টি
৩১। লাইব্রেরি এ্যাটেনডেন্ট : ২টি
৩২। এমএলএসএস : ৫টি
৩৩। কুক : ২টি
৩৪। এ্যাসিসটেন্ট কুক : ৩টি
৩৫। মালী : ৩টি
পদগুলোতে আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করা যাবে।