১১ হাজার জনকে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

নোটিশ বোর্ড, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 01:13:05

যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘৬৪টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশােধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণ দেয়া হবে।

পাঁচটি ট্রেডে ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ছয়মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। সারাদেশে প্রতি ব্যাচে ১১ হাজার ১২০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন। বিস্তারিত জেনে নিন-

প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম: কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স
কোর্সের আসন সংখ্যা: ৬৪টি জেলায় ৭১টি কেন্দ্রে ৭০ জন করে
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি সমমানের কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তি ফি: ১,০০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম: প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স
কোর্সের আসন সংখ্যা: ৬টি বিভাগীয় শহরে ৬টি কেন্দ্রে ৫০ জন করে
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি সমমানের কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
ভর্তি ফি: ২,০০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম: ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং ট্রেড
কোর্সের আসন সংখ্যা: ৬৪টি জেলায় ৬৫টি কেন্দ্রে ৩০ জন করে
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
ভর্তি ফি: ৩০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম: ইলেকট্রনিক্স ট্রেড
কোর্সের আসন সংখ্যা: ৬৪টি জেলায় ৬৫টি কেন্দ্রে ৩০ জন করে
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
ভর্তি ফি: ৩০০ টাকা

প্রশিক্ষণ কোর্স/ট্রেডের নাম: রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেড
কোর্সের আসন সংখ্যা: ৬৪টি জেলায় ৬৫টি কেন্দ্রে ৩০ জন করে
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
ভর্তি ফি: ৩০০ টাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটের (103.48.16.216/tti) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন শেষে আবেদনের প্রিন্ট কপি নিজ জেলা কার্যালয়ের উপপরিচালকের কাছে জমা দিতে হবে। প্রয়ােজনীয় তথ্যের জন্য যােগাযােগ করা যাবে ০১৭১১৩৯২৫০৫ নম্বরে।

এ সম্পর্কিত আরও খবর