বিকেএমইএ'তে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 13:37:54

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের নীটওয়্যার শিল্প খাতের প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান বিকেএমইএ। এসইআইপি প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেনিং সেন্টারে কিছুসংখ্যক দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী নিয়ােগ করা হবে।

পদের নাম: এসিস্টেন্ট কো-অর্ডিনেটর (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কমপক্ষে এমকম/ এমবিএ (অ্যাকাউন্টস/ ফিন্যান্স মেজর) ডিগ্রি। সিএ (নলেজ লেভেল) / আই.সি.এম.এ (পার্টলি কোয়ালিফাইড) কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্যাশ হ্যান্ডলিং, হিসাবরক্ষণ এবং সার্বিক লেনদেনের কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
কর্মস্থল: ঢাকা

পদের নাম: এসিস্টেন্ট কো-অর্ডিনেটর (মনিটরিং এন্ড ইভালুয়েশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বিজ্ঞান/ সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। যেকোন প্রজেক্ট ম্যানেজমেন্টে মনিটরিং পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা

পদের নাম: প্রশিক্ষক (প্রােডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট সেল)
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। গার্মেন্টস সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ প্ল্যানিং কোয়ালিটি বিভাগে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: নারায়ণগঞ্জ

পদের নাম: প্রশিক্ষক (প্রােডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট সেল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। গার্মেন্টস সেক্টরে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। মার্চেন্ডাইজিং (কনসাম্পশন এন্ড কস্টিং) ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: নারায়ণগঞ্জ

পদের নাম: এসিস্টেন্ট এক্সিকিউটিভ (ট্রেনিং এন্ড ডাটাবেজ)
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতকোত্তর। সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিসি ট্রাবলশুটিং, সফটওয়্যার ইন্সটলেশন, নেটওয়ার্ক স্থাপন, সার্ভার ও ডাটাবেস কনফিগারেশন এবং অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শিতা থাকতে হবে। ডাটা এন্ট্রি কাজে পারদর্শি হতে হবে।
কর্মস্থল: ঢাকা

পদের নাম: সিনিয়র শ্রমিক প্রশিক্ষক
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। গার্মেন্টস সুপারভাইজার বা ইনচার্জ পদে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন চালানােয় ও মেশিন মেইনটেন্যান্স পারদর্শিতা থাকতে হবে।
কর্মস্থল: নারায়ণগঞ্জ

পদের নাম: শ্রমিক প্রশিক্ষক
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ। গার্মেন্টস সুপারভাইজার বা ইনচার্জ পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন চালানােয় ও মেশিন মেইনটেন্যান্স পারদর্শিতা থাকতে হবে।
কর্মস্থল: নারায়ণগঞ্জ ও কুমিল্লা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, পাসপাের্ট সাইজ ছবি, অভিজ্ঞতার সনদ, পূর্ণ বায়ােডাটা সহ কর্মস্থল উল্লেখপূর্বক আবেদনপত্র ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, বিকেএমইএ, প্ল্যানার্স টাওয়ার (৫ম তলা), ১৩/এ, সােনারগাঁও রােড, বাংলামােটর, ঢাকা-১০০০’ বরাবর পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদবীর নাম এবং কর্মস্থল উল্লেখ করতে হবে। ইমেইলেও আবেদনপত্র পাঠানাে যাবে bkmea-seip@bkmea.com ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১৯ জুন ২০১৯।

এ সম্পর্কিত আরও খবর