চার ব্যাংকের লিখিত পরীক্ষা ২১ জুন

, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 10:09:01

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত চার ব্যাংকে কর্মকর্তা (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

সোনালী ব্যাংক, বিডিবিএল, কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ‘কর্মকর্তা (সাধারণ)’ পদের সমন্বিত নিয়োগের এমসিকিউ পরীক্ষায় ১০ হাজার ৫৯৪ জন উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২১ জুন শুক্রবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। লালমাটিয়া গার্লস হাই স্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, গ্রীন ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, আদর্শ হাই স্কুল এবং সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষার পূর্ণমান ২০০ নম্বর, সময় ২ ঘন্টা।

লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি, অতিরিক্ত কোনো কাগজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

এ সম্পর্কিত আরও খবর