ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে ১১১ জনকে নিয়োগ দেয়া হবে।
ড্রাইভার (অবিবাহিত) পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। ১ আগস্ট ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নির্ধারিত জেলার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের ৯,৭০০-২৩,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ৪ সেপ্টেম্বর সকাল ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়নগঞ্জ ঠিকানায় উপস্থিত হতে হবে।