ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের রাজস্ব খাতভূক্ত জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট) পদে ৩২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। নির্ধারিত জেলার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে cgdf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।