স্বাস্থ্য অধিদপ্তরে ১৪৩ জন নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 15:05:57

স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (HPNSP) এর আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (AMC) শীর্ষক অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আঠারো ধরনের পদে মোট ১৪৩ জনকে নিয়োগ দেয়া হবে।

যেসব পদে নিয়োগ:
ক) প্রভাষক (ইউনানী) : ১০টি
খ) প্রভাষক (আয়ুর্বেদিক) : ৩টি
গ) প্রভাষক (হোমিওপ্যাথিক) : ২টি
ঘ) ইনডোর মেডিকেল অফিসার (ইউনানী) : ১টি
ঙ) ইনডোর মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) : ২টি
চ) রেসিডেনসিয়াল ফিজিশিয়ান (ইউনানী) : ১টি
ছ) রেজিস্ট্রার (ইউনানী) : ১টি
জ) সহকারী রেজিস্ট্রার (ইউনানী) : ১টি
ঝ) সহকারী রেজিস্ট্রার (আয়ুর্বেদিক) : ১টি
ঞ) সহকারী রেজিস্ট্রার (হোমিওপ্যাথিক) : ১টি
ট) প্রোডাকশন/রিসার্চ/কোয়ালিটি কন্ট্রোল অফিসার (ইউনানী) : ১টি
ঠ) মেডিকেল অফিসার (ইউনানী) : ৪০টি
ড) মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) : ৩৫টি
ঢ) মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) : ৩৮টি
ণ) ড্রাগ সুপারিনটেনডেন্ট (ইউনানী) : ১টি
ত) ড্রাগ সুপারিনটেনডেন্ট (আয়ুর্বেদিক) : ১টি
থ) ড্রাগ সুপারিনটেনডেন্ট (হোমিওপ্যাথিক) : ১টি
দ) ফার্মাসিস্ট : ৩টি

আবেদনের নিয়ম: অনলাইনে ldamc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর