৩১৯ কর্মকর্তা নিয়োগ দেবে বিসিক

নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 21:39:30

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ৫৪ ধরনের পদে ৩১৯ জনকে নিয়োগ দেয়া হবে।

যেসব পদে নিয়োগ:
১। মহাব্যবস্থাপক : ২টি
২। আঞ্চলিক পরিচালক : ১টি
৩। প্রধান নকশাবিদ : ১টি
৪। উপ-নিয়ন্ত্রক : ১টি
৫। উপ-প্রধান প্রকৌশলী : ১টি
৬। সম্প্রসারণ কর্মকর্তা : ২৭টি
৭। হিসাবরক্ষণ কর্মকর্তা : ৫টি
৮। শিল্পনগরী কর্মকর্তা : ৪টি
৯। মনিটরিং কর্মকর্তা : ২টি
১০। প্রশিক্ষণ কর্মকর্তা : ১টি
১১। এনালিস্ট : ১টি
১২। প্রযুক্তি কর্মকর্তা : ১টি
১৩। কর্মীব্যবস্থাপনা কর্মকর্তা : ১টি
১৪। মূল্যায়ন কর্মকর্তা : ২টি
১৫। জরিপ ও তথ্য কর্মকর্তা : ২টি
১৬। প্রমোশন কর্মকর্তা : ১৩টি
১৭। সহকারী প্রকৌশলী (সিভিল) : ৩টি
১৮। সহকারী প্রকৌশলী : ৪টি
১৯। জনসংযোগ কর্মকর্তা : ১টি
২০। টেকনিক্যাল অফিসার/কারিগরি কর্মকর্তা : ৩২টি
২১। উপ-সহকারী প্রকৌশলী : ১টি
২২। মাস্টার টেকনিশিয়ান : ২টি
২৩। ড্রাফটসম্যান : ১টি
২৪। কারিগরি কর্মকর্তা : ৩টি
২৫। নকশাবিদ : ৩টি
২৬। মাস্টার ক্রাফটসম্যান : ৫টি
২৭। সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর : ২টি
২৮। হিসাব সহকারী : ৩টি
২৯। হিসাবরক্ষক বা কোষাধ্যক্ষ : ২২টি
৩০। পরিদর্শক : ১টি
৩১। উচ্চমান সহকারী : ১টি
৩২। স্টোর কিপার কাম হিসাব সহকারী : ৬টি
৩৩। ডরমিটারি সুপারিনটেনডেন্ট : ১টি
৩৪। বিক্রয় সহকারী : ২টি
৩৫। নির্বাহী সহকারী : ১টি
৩৬। ডাটা এন্ট্রি অপারেটর : ১টি
৩৭। টেকনিশিয়ান : ১১টি
৩৮। ক্রাফটসম্যান : ২টি
৩৯। নকশা সহকারী : ৬টি
৪০। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৬৫টি
৪১। কম্পিউটার মুদ্রাক্ষরিক : ৩টি
৪২। রিসিপশনিস্ট কাম টেলিফোন অপারেটর : ১টি
৪৩। গাড়ি চালক : ২টি
৪৪। ডার্করুম সহকারী : ১টি
৪৫। দক্ষ তাঁতী : ১৩টি
৪৬। পাম্প চালক : ১৮টি
৪৭। কারিগরী সহকারী : ৬টি
৪৮। ফিল্ড ম্যান : ৪টি
৪৯। ফিল্ড স্টাফ : ১টি
৫০। বার্তা বাহক : ২টি
৫১। অফিস সহায়ক : ৩টি
৫২। গার্ডেনার : ৪টি
৫৩। হেলপার : ১৬টি
৫৪। পরিচ্ছন্নতা কর্মী : ১টি

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে bscic.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর