বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
যন্ত্রকৌশল বিভাগে ৭ জন সহকারী অধ্যাপক, গণিত বিভাগে ১ জন সহকারী অধ্যাপক, বস্তু ও ধাতব কৌশল বিভাগে ১ জন সহকারী অধ্যাপক এবং ১ জন প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন প্রভাষক এবং পেট্টোলিয়াম ও খনিজ সম্পদ কৌশল বিভাগে ১ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।
সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, প্রভাষক পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।