খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদের বিপরীতে পদার্থবিজ্ঞান বিভাগে ২ জন, আইন বিভাগে ৩ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩ জন, ইতিহাস ও সভ্যতা বিভাগে ৩ জন, পরিসংখ্যান বিভাগে ২ জন এবং শিক্ষাছুটি জনিত শূন্য পদের বিপরীতে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন এবং রসায়ন বিভাগে ১ জনসহ মোট ১৬ জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।
প্রভাষক পদে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা দেয়া হবে।
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ১০ সেট করে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে। ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিভাগে ১৭ নভেম্বর পর্যন্ত, অন্যান্য বিভাগে ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।