ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজস্ব প্রশাসনের অধিনস্থ কার্যালয়সমূহে ছয় পদে ৬৫ জনকে নিয়োগ দেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নাজির-কাম-ক্যাশিয়ার পদে ৮ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২১ জন, সার্টিফিকেট পেশকার ৮ জন, সার্টিফিকেট সহকারী ৮ জন, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী ১৩ জন এবং নামজারি সহকারী পদে ৭ জনকে নেয়া হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদগুলোতে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য কম্পিউটার ওয়ার্ড প্রসের্সিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড ১৬ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ জানুয়ারি ২০২০ তারিখ অফিস চলাকালীন সময়ের ‘জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া’ দপ্তরে ডাকযােগে পৌঁছাতে হবে।