চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণরত সেনাসদস্যদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি (নিশ-১) শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে খন্ডকালীন টিউটর নিয়ােগ দেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, ভূগােল, আইসিটি এবং সমাজকর্ম বিষয়ে টিউটর নেয়া হবে। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কিংবা সরকারি/ এমপিওভুক্ত কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকগণ (প্রভাষক বা তদূর্ধ্ব পদমর্যাদা) বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিসহ কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন।
জীবন বৃত্তান্ত, চার কপি ছবি, সকল সনদপত্রের ফটোকপি সত্যায়িত, জাতীয় পরিচয়পত্র, কর্মরতদের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতিপত্রসহ আবেদনপত্র আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে ‘কমান্ড্যান্ট, দি ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার, চট্টগ্রাম সেনানিবাস’ বরাবর পাঠাতে হবে। এবং ইমেইলে studycentre.ebrc@gmail.com ঠিকানায় জীবন বৃত্তান্ত পাঠাতে হবে।