‘বাংলাদেশের কোন মেরুকরণের অংশ হওয়া উচিত নয়’

, যুক্তিতর্ক

আশরাফুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক, বার্তা২৪.কম | 2024-01-11 12:21:58

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মিশ্র প্রতিক্রিয়ায় বাংলাদেশকে তাঁর উদারনৈতিক ও ভারসাম্যপূর্ণ কুটনীতি অনুসরণ করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালেয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের কোন আন্তর্জাতিক মেরুকরণের অংশ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের জাতীয় নির্বাচন পরবর্তী আন্তঃদেশীয় সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে বার্তা২৪.কম-কে দেওয়া একান্ত প্রতিক্রিয়ায় এসব কথা জানান ড. দেলোয়ার হোসেন।

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের গণমাধ্যমে প্রতিক্রিয়াটি যেভাবে এসেছে আমি মনে করি তা ঠিক নয়। প্রতিক্রিয়াটি নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা হয়েছে। আমি দু’টি দেশেরই প্রতিক্রিয়া বা বিবৃতি পড়েছি। দুটি দেশই (যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য) বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’

বাংলাদেশের যে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব আছে উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, ‘তাদের বিবৃতিতে সেই গুরুত্বের প্রতিফলন ঘটেছে। বিবৃতিতে আওয়ামীলীগের বিজয়কেও তারা উল্লেখ করেছে। একই সঙ্গে নির্বাচনের আগে যে সহিংসতা হয়েছে, সেই বিষয়েও তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে। যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তাদের একটি অবস্থান আগে থেকেই ছিল সেটি সত্ত্বেও তারা নির্বাচন নিয়ে বাস্তব ও ইতিবাচক দিক থেকেই প্রতিক্রিয়াটি দেখিয়েছে।’

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের যে বক্তব্য তা নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গে ও নতুন সরকারের সঙ্গে কাজ করা, নির্বাচনের ফলাফল ও নির্বাচনপূর্ব সহিংসতা; ট্রেন-বাস এবং বিরোধী দলের যে কর্মকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তারা বিরোধিতা করেছে’-যোগ করেন ড. দেলোয়ার হোসেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই প্রতিক্রিয়াকে অনেকটা মিশ্র বলা যেতে পারে বর্ণনা করে ড. দেলোয়ার আরও বলেন, ‘অনেকটা কুটনৈতিক জায়গা থেকে যেহেতু অভ্যন্তরীন রাজনীতি বা বিভাজন যে কোন স্বাধীন দেশের সার্বভৌমত্বের বিষয়, সেই জায়গাটার প্রতি সম্মান রেখেই তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’

আন্তঃদেশীয় সম্পর্ক বজায় রাখতে এই সরকারকে কি ধরণের নীতি-কৌশল অবলম্বন করা উচিত, এমন প্রশ্নে অধ্যাপক দেলোয়ার বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশেরও সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় বা বাংলাদেশের যে ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করবে সেটিরই প্রতিফলন আমরা ভবিষ্যতে দেখব।’

আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে পরিক্কতার পরিচয় দিতে হবে জানিয়ে ড. দেলোয়ার বলেন, ‘বাংলাদেশের উচিত হবে বৈদেশিক সম্পর্কের বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখা। আমরা কোন মেরুকরণ অংশ হতে চাই না। পশ্চিমাদেশগুলো তো নির্বাচনের আগে একটা অবস্থান নিয়েছিল, রাতারাতি তারা অবস্থান বদল করতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর