পুঁজিবাজারের লেনদেনের সময় বাড়ল ৩০ মিনিট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 14:10:09

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দুই বজারে লেনদেন চলবে। বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অব্যাহত থাকবে। পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত মার্চ থেকে মে পর্যন্ত টানা ৬৬ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকায় বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী শেয়ারবাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে৷

এর আগে চলতি বছরের ৮ জুলাই লেনদেনের সময়সূচি করা হয় সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ১৮ মার্চ ২০২০ ডিএসই’র ৯৫৪তম (জরুরি) পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি পুঁজিবাজারের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে ১৮ জুন থেকে ডিএসই’র লেনদেনের সময়সূচি পুণনির্ধারণ করা হয় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷

এ সম্পর্কিত আরও খবর