চায়না ইউনিয়নপে কার্ড আনলো সিটি ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 07:53:54

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চায়না ইউনিয়নপে’র সঙ্গে যৌথভাবে ডেবিট কার্ড চালু করলো সিটি ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) চালু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের চারটি প্রধান কার্ড নেটওয়ার্কের সবকটির ইস্যুয়ার হয়ে উঠলো সিটি ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এ তথ্য জানায়।

সিটি ব্যাংকের ইস্যু করা এই ডেবিট কার্ডে ব্যাংকের ৩০ হাজারের অধিক পয়েন্ট অব সেলস (পস) মেশিন এবং নিজস্ব ৩শর অধিক এটিএম আর সেই সঙ্গে দেশের ন্যাশনাল পেমেন্ট সুইচে সংযুক্ত অন্য ব্যাংকসমূহের এটিএমে লেনদেন করা যাবে। পাশাপাশি জনপ্রিয় রেস্তোরাঁগুলোতে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারের মাধ্যমে সাশ্রয়ী জীবনধারা উপভোগ করবেন চায়না ইউনিয়নপের কার্ড ব্যবহারকারীগণ। ইনস্ট্যান্ট কার্ড প্রিন্টিং ফ্যাসিলিটির মাধ্যমে এই ডেবিট কার্ড ব্যাংকের শাখাগুলোতে তাৎক্ষণিক প্রিন্ট হবে এবং গ্রাহকদেরকে তখনই হাতে হাতে দিয়ে দেওয়া হবে।

ইউনিয়নপে কার্ড বিশ্বের ১৭৯টি দেশের ২ কোটি ৮০ লক্ষ ব্যবসায় এবং ১৭ লক্ষ এটিএম নেটওয়ার্কে আন্তর্জাতিকভাবে সংযুক্ত।

এ সম্পর্কিত আরও খবর