অষ্টম কমওয়ার্ডে ১৩ টি পুরষ্কার পেল রবি ও এয়ারটেল

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 15:36:04

অষ্টম কমওয়ার্ডে ১৮ তে ১৩ টি পুরষ্কার পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড’র দুই ব্র্যান্ড রবি ও এয়ারটেল।

ক্যানস লায়নস ইন্টারন্যাশনাল অফ ক্রিয়েটিভিটি’র সহযোগিতায়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত পুরস্কার প্রদান করা হয়।

বাজারের শীর্ষ ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে রবি’র তিনটি ক্যাম্পেইন,  বিজয় ইতিহাস, তৃতীয় লিঙ্গ সম্পর্কে সামাজিক সচেতনতা এবং রবি টেন মিনিট স্কুলের এইচএসসি ক্রাশ কোর্স তিনটি গ্র্যান্ড প্রিক্স ৬ টি গোল্ড এবং ১ টি সিলভার পুরস্কার জিতেছে।

অন্যদিকে গান, জিঙ্গেল ও ন্যাটিভ ক্যাটাগরির আওতায় রিজিওনাল নেটওয়ার্ক ক্যাম্পেইনের জন্য ২টি গোল্ড পুরষ্কার এবং ডিজিটাল ক্যাটাগরিতে ১ টি সিলভার পুরস্কার পেয়েছে। 

স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে ২০১৭ সালের ডিসেম্বরে বিজয় ইতিহাস ক্যাম্পেইন চালু করে রবি। গ্রাহকরা ২ থেকে ৫শ’ টাকার নোট স্ক্যান করে ১৯৫২ থেকে ১৯৭১ সালের গৌরবময় ইতিহাস জানতে পারেছেন। টাকার নোটের সহজলভ্যতা বিবেচনা করে এই পদ্ধতি বেছে নেয়া হয়। বেস্ট ক্যাম্পেইন ও মোবাইল ক্যাটাগরিতে ২টি গ্রান্ড প্রিক্স এবং নেটিভ, ফিল্ম ক্রাফট, ইনোভা ও ডিজিটাল ক্যাটাগরিতে ৫টি গোল্ড পুরষ্কার পেয়েছে রবি।

তৃতীয় লিঙ্গ সম্পর্কে সামাজিক সচেতনতা ক্যম্পেইনের জন্য ভিডিও তৈরি করায় রবি ১ টি গ্রান্ড প্রিক্স ও ১ টি সিলভার পুরস্কার পেয়েছে। মানবিক আবেদন সমৃদ্ধ ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

মোবাইল ক্যাম্পেইন ক্যাটাগরিতে রবি টেন মিনিট স্কুলের এইচএসসি ক্রাশ কোর্স ক্যাম্পেইন ১ টি গোল্ড পুরষ্কার পেয়েছে। সারা দেশে শিক্ষার্থীদের গুণগত ডিজিটাল শিক্ষার একটি উৎস হিসাবে বৃহত্তম অনলাইন স্কুল হলো রবি টেন মিনিট স্কুল, এই পুরস্কারের মাধ্যমে সেটা যথাযথভাবে স্বীকৃতি পেল।

দেশব্যাপী এয়ারটেলের ফোর জি নেটওয়ার্ক’র কভারেজ সম্পর্কে গ্রাহকদের সচেতন করাই ছিলো রিজিওনাল ক্যাম্পেইনের উদ্দেশ্য।

প্রতি বছর কমওয়ার্ড পুরষ্কারের মাধ্যমে সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সম্মানসূচক এই পুরষ্কারের জন্য দেশের শীর্ষ ব্র্যান্ডগুলো তাদের সৃষ্টিশীল ক্যাম্পেইনগুলো নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছরের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০টি ব্রান্ডের ৪৮৭টি ক্যাম্পেইন অন্তর্ভূক্ত ছিল।

এ সম্পর্কিত আরও খবর