সংসদে শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:43:06

জাতীয় সংসদ অধিবেশন থেকে: মহান জাতীয় সংসদে দেশের শীর্ষ ১০০ ঋণ খেলাপির তথ্য প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ঋণ তথ্য ব্যুরো) ডাটাবেজে সংরক্ষিত চলতি বছরের জুন মাস পর্যন্ত তথ্যানুযায়ী ঋণখেলাপির সংখ্যা জানিয়ে অর্থমন্ত্রী ১০০ শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেন। সেই সঙ্গে সমস্যায় জর্জরিত ৮৮টি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকাও তিনি প্রকাশ করেছেন।

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য বেগম পিনু খানের (মহিলা আসন- ২৩)  প্রশ্নের উত্তরে এ তালিকা প্রকাশ করেন তিনি।

সংসদে দেওয়া অর্থমন্ত্রীর তালিকা অনুযায়ী শীর্ষ ১০০ ঋণখেলাপির মধ্যে রয়েছে- মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রাইভেট) লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম লিমিটেড, রেমিক্স ফুটওয়্যার লিমিটেড, ম্যাক্স স্পিনিং মিলস, রুবাইয়া ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, ঢাকা ট্রেডিং হাউজ,  বেনেট্যাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস , ক্রিসেন্ট লেদার প্রডাকস লিমিটেড, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যারস লিমিটেড, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কোম্পোজিট লেদারওয়্যার লিমিটেড, হলমার্ক ফ্যাশন লিমিটেড, আলফা কোম্পোজিট টাওয়েলস লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড, ফেয়ার ট্রেড্র ফেব্রিক্স লিমিটেড, সাহারিশ কোম্পোজিট টাওয়েল লিমিটেড, ম্যাক ইন্টারন্যাশনাল, সুরুজ মিয়া জুট স্পিনিং মিলস লিমিটেড, স্পেসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড, পদ্মা পলি কটন নিটস ফেব্রিক্স লিমিটেড, এস কে স্টিল , হেল্প লাইন রিসোর্স লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিলস, অটোবি লিমিটেড, বিসমিল্লাহ টাওয়েলস লিমিটেড।

টাইপেল বাংলা ফেব্রিক্স লিমিটেড, ঢাকা নর্থ পাওয়ার ইউটিলিটি কো: লিমিটেড, টিএন্ড ব্রাদার নিট কোম্পোজিট লিমিটেড, তানিয়া এন্টারপ্রাইজ ইউনিট-২, সিক্সসিজন এপার্টমেন্ট লিমিটেড, ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড, রহমান স্পিনিং মিলস লিমিটেড, জাপান বিডি এসইসি. প্রিন্টিং এন্ড পেপারস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কো: লিমিটেড, সেমাতসিটি জেনারেল ট্রেডিং এলএলসি, এমকে শিপ বিল্ডার্স এন্ড স্টিলস লিমিটেড, কটন কর্পোরেশন, ন্যাশনাল স্টিল, এমবিএ গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেড, সোনালি জুট মিলস লিমিটেড, এক্সপার টেক লিমিটেড, ওয়াল-মার্ট ফ্যাশন লিমিটেড, সাদ-মূসা ফেব্রিক্স লিমিটেড, চিটাগাং ইসপাত, এগ্রো ইন্ডাস্টিজ (প্রাইভেট) লিমিটেড, হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড, আমাদের বাড়ি লিমিটেড, ইমদাদুল হক ভূঁইয়া, চৌধুরী টাওয়েল আইএনডি. (প্রাইভেট) লিমিটেড, চৌধুরী লেদার এন্ড কো লিমিটেড, আর্থ এগ্রো ফার্মস লিমিটেড, নর্দান পাওয়ার স্যুলুশন লিমিটেড, ম্যাক শিপ বিল্ডার্স লিমিটেড, দ্যা আরব কনট্রাকটরস (বিডি) লিমিটেড, ওয়ান ডেনিম মিলস লিমিটেড, লিবার্টি ফ্যাশন ওয়ার্স লিমিটেড।

মাস্টার্ড ট্রেডিং, হিন্দুল ওয়ালি টেক্সটাইল লিমিটেড, সাগীর এন্ড ব্রাদার্স, গ্লোব মেটাল কমপ্লেক্স লিমিটেড, অরনেট সার্ভিস লিমিটেড, জালাল এন্ড সন্স, করোল্লা কর্পোরেশন বিডি লিমিটেড, সাঈদ ফুড লিমিটেড, এপেক্স নিট কম্পোসিট লিমিটেড, এস.এ. অয়েল রিফাইনারি লিমিটেড, আলী পেপার মিল লিমিটেড, ড্রিজ বাংলা (প্রাইভেট) লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার এন্ড ইয়ার্ন ডাইং লিমিটেড, অর্জন কার্পেট এন্ড জুট ওয়েভিং মিলস লিমিটেড, ইন্ট্রাকো সিএনজি লিমিটেড, ফরচুন স্টিল, ফাইবার সাইন লিমিটেড, দোয়েল অ্যাপেয়ারেলস লিমিটেড, জাহিদ এন্টারপ্রাইজ লিমিটেড, মোজিবুর রহমান খান, কেয়ার স্পেশালাইজড হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার লিমিটেড, জয়নাব ট্রেডিং কো. লিমিটেড, তাবাসসুম এন্টারপ্রাইজ, অ্যাপেক্স ওয়েভিংস এন্ড ফিনিসিং মিলস লিমিটেড, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিপি), দ্যা ওয়েল টেক্স লিমিটেড, ডেল্টা সিস্টেম লিমিটেড, টেল বার্তা লিমিটেড, এম.আর সোয়েটার কম্পোসিট লিমিটেড, রেফকো ফার্মাসিউটিকেলস লিমিটেড, মাবিয়া শিপ ব্রেকার্স, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নর্দান ডিস্টিল লেয়ার্স লিমিটেড, নিউ রাখি টেক্সটাইল মিলস লিমিটেড, অল টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাফিক স্টিল, জারিলস কম্পোসিট নিট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা।

অন্যদিকে অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সব চেয়ে ঋণ খেলাপি (অনাদায়ী) ব্যাংকগুলোর মধ্যে প্রথমে রয়েছে সোনারী ব্যাংক লি., যার খেলাপী ঋণের পরিমান ১৮ হাজার ৬৬২ কোটি ৯৭ লাখ ৩০ হাজার, দ্বিতীয় জনতা ব্যাংক লি. এর খেলাপী ঋণের পরিমান ১৪ হাজার ৮৪০ কোটি ২৭ লাখ টাকা, তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক- খেলাপি ঋণের পরিমাণ ৯ হাজার ২৮৪ কোটি ৪২ লাখ, চতুর্থ অবস্থানে বহুল আলোচিত ব্যাসিক ব্যাংক লি. যার খেলাপী ঋণের পরিমান ৮ হাজার ৫৭৬ কোটি ৮৫ লাখ ৭ হাজার টাকা, পঞ্চম অবস্থানে ইসলামী ব্যাংক- ৫ হাজার ৭৬ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকা।

এ সম্পর্কিত আরও খবর