বেসিকের বাচ্চুকে ফের জিজ্ঞাসাবাদ করছে দুদক

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 21:00:33

ঋণ কেলেঙ্কারির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে আবারও জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই মাস বিরতি দিয়ে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় অভিযোগের মুখে থাকা বাচ্চুকে এবার চতুর্থ দফায় তলব করেছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান,  বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে কমিশনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলছে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে। এর আগে সর্বশেষ গত ৮ জানুয়ারি তৃতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান জাতীয় পার্টির সাবেক এই এমপি। গত ৪ ডিসেম্বর প্রথম দফায় জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বলেছিলেন, “নিজেকে দোষী মনে করি না।” বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি বাচ্চুকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিন দিনে টানা ৫৬টি মামলা করেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। ২০১২ সালে তার নিয়োগ নবায়নও হয়। কিন্তু ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করার পর চাপের মুখে থাকা আব্দুল হাই বাচ্চু পদত্যাগ করেন।

এ সম্পর্কিত আরও খবর