‘পুঁজিবাজারে কারসাজি করে কেউ পার পাবে না’

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 19:36:59

পুঁজিবাজারে কারসাজি করে এখন আর কেউ পার পাবে না বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। তিনি বলেছেন, ‘পুঁজিবাজারে এখন কেউ খেলতে চাইলে আমরা তাকে ধরে ফেলব।’

শনিবার (১৬ জানুয়ারি) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওই ভার্চুয়াল সভার আয়োজন করে ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস (আইডিইএ)।

শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘যারা শেয়ার লেনদেনে চাতুরি করতে চায় আমরা তাদের কমিশনে ডাকি। পরে তাদের এসব কাজ থেকে বিরত রাখার জন্য যা যা দরকার তাই করি। ফলে পুঁজিবাজারে কারসাজি করে এখন আর কেউ পার পাবে না।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারে কোনো লোক যদি দুষ্টামি করতে আসে, তার কাছে কত টাকা থাকতে পারে? শত কোটি, হাজার কোটি? আমরা তার ১০ গুণ ক্ষমতা দিয়ে দিচ্ছি আইসিবিকে। যাতে কেউ খেলতে এসে কোনও সুবিধা না করতে পারে। কেউ খেলতে চাইলে আমরা তাকে ধরে ফেলব তখনই।’

আলোচনায় ১৯৯৬ ও ২০১০ সালের ধস প্রসঙ্গ বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ ও ২০১০ সালে পুঁজিবাজার নিয়ে আজকের মতো সবার জ্ঞান ছিল না। ১৯৯৬ সালে মানুষ হাতে কাগজ নিয়ে মতিঝিলে শেয়ার লেনদেন করত। কিন্তু এখন এরকম নেই। এখন এগুলো সব চলে এসেছে সিসিবিএল, সিডিবিএল এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আইটি প্লাটফর্মের মধ্যে। আমাদের সার্ভেইলেন্সের সফটওয়্যার এখন অনেক শক্তিশালী।’

ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর