এ বছর বাণিজ্য মেলা হচ্ছে না

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:56:12

এ বছর হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মানুষের সমাগম ও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ঢাকার অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মেলা আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এক সপ্তাহ আগেও বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ এবারের মেলা শুরু হবে। একই দিন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করা হবে।

প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার পূর্বাচলে করার চিন্তা করা হয়েছিল। অংশ নিতে বিভিন্ন দেশে চিঠি পাঠানোর প্রস্তুতিও নেয় ইপিবি। কিন্তু শেষ পর্যন্ত মেলা আয়োজনের ব্যাপারেই সরকারের শীর্ষ মহলের সায় মেলেনি।

মেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অনুমতি চাওয়া হয়েছিল, সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইপিবি সূত্রে জানা গেছে, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্মাণকাজ শেষ হয়েছে। সেখানে ৯ বর্গফুট আয়তনের ৮০০টি স্টল রয়েছে।

স্থায়ীভাবে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র করার জন্য ২০০৯ সালে প্রাথমিকভাবে তেজগাঁও পুরোনো বিমানবন্দরের ৩৯ একর খালি জায়গা নির্ধারণ করা হয়। পরে সেখানে জায়গা না পাওয়ায় প্রকল্পটি পূর্বাচল উপশহরে সরিয়ে আনা হয়।

এ সম্পর্কিত আরও খবর