পদ্মার ভাঙনে সর্বশান্তদের সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের ত্রাণ বিতরণ

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:46:33

শরীয়তপুর জেলার নড়িয়ায় পদ্মার ভয়াল ভাঙনে সর্বশান্ত প্রায় ৭ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

সোমবার (২৪ সেপ্টেম্বর) নড়িয়ার তিনটি স্থানে বিপর্যস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন পারভীন হক সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে তিনি ভাঙন কবলিত স্থানে দুইদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন।

চিকিৎসা সেবা ক্যাম্পে জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।

প্রধান অতিথির বক্তব্যে মিসেস্ পারভীন হক সিকদার বলেন, দূর্গত মানুষের জন্য  জয়নুল হক সিকদার সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এবং এই প্রচেষ্টা তিনি আজীবন অব্যহত রাখবেন। তিনি নদী ভাঙনে সর্বহারা মানুষদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাড়ি তৈরি করে দেওয়ারও অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা, নড়িয়া পৌরসভার মেয়র এবং স্থানীয় প্রশাসন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত আরও খবর