গ্রীন ডেল্টা সিকিউরিটিজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুক্তি

ব্যাংক বীমা, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 15:47:29

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড (জিডিএসএল) গত সপ্তাহে (৩১ জানুয়ারি) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় গ্রীন ডেল্টা সিকিউরিটিজ এখন থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রবাসী বাংলাদেশি গ্রাহকদের জন্য আকর্ষণীয় কমিশন রেটে এনআরবি বিও অ্যাকাউন্ট খুলবে।

গ্রীন ডেল্টা সিকিউরিটিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী - ওয়াফি শফিক মেনহাজ খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক - সাব্বির আহমেদ, উভয়ে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উপরোক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব - সৈয়দ মঈনউদ্দিন আহমেদ, গ্রীন ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী - মোঃ রফিকুল ইসলাম, গ্রীন ডেল্টা সিকিউরিটিজের ব্যবসায়িক প্রধান - ফকরুদ্দিন আলী আহমেদ রাজিব, অর্থ ও প্রশাসন বিভাগের প্রধান - আসাদ মোর্শেদ বিন শের আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের খুচরা বিতরণ বিভাগের প্রধান - লুৎফুল হাবিব এবং এনআরবি ব্যাংকিং বিভাগের প্রধান - তানমি হক সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর