লকডাউনে ব্যাংক লেনদেন চলবে আড়াই ঘণ্টা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 15:57:32

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের জন্য সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। লকডাউনের এই সময় ব্যাংকিং খাত খোলা থাকলেও লেনদেন চলবে আড়াই ঘণ্টা।

রোববার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সরকারের নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে জানায়, লকডাউনের সাতদিন দেশের তফসিলি ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বে। অর্থাৎ, লেনদেন হবে আড়াই ঘণ্টা, আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর