বেতন-ভাতার কথা বলে আবারও ঋণ চায় পোশাকশিল্প মালিকেরা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 07:11:10

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস দেওয়ার জন্য সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।

রোববার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি অর্থমন্ত্রী বরাবর পাঠিয়েছে এই সংগঠনগুলো।

যেখানে বলা হয়েছে, গত বছরের মতো একই শর্তে এপ্রিল, মে ও জুন- এই তিন মাসের বেতন-ভাতা ও বোনাস দেওয়ার জন্য তারা এই ঋণ চায়। যার অনুলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর।

চিঠিতে দাবি করা হয়েছে, করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বিশ্বের অনেক দেশই আগের মতো লকডাউনে রয়েছে। ফলে যেসব ক্রেতা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও এখন অপারগতা প্রকাশ করছে। এমন অবস্থায় ঈদের আগে সচল কারখানাগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস প্রদানের জন্য মালিকদের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। আর্থিক সংকটের কারণে শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস পরিশোধে অর্থের জোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রফতানিমুখী পোশাকশিল্পকে সহায়তা করার জন্য শ্রমিক-কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা ও বোনাস দেওয়ার জন্য আগের মতো সহজ শর্তে ঋণ দেওয়া প্রয়োজন।

এ সম্পর্কিত আরও খবর