বৃহস্পতিবার থেকে ব্যাংকে লেনদেন ২টা পর্যন্ত

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 06:45:27

চলমান করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য বৃহস্পতিবার (০৬ মে) থেকে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে লেনদেন এখন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

বুধবার (০৫ মে) বাংলাদেশ ব্যাংক নতুন করে এ সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

আজ পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু ছিল সকাল ১০টা থেকে দুপুর ১টা। ঈদের কারণে ব্যাংকে চাপ বাড়ায় ব্যাংকিং লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর