চট্টগ্রামে আর্ন্তজাতিক বাণিজ্যমেলা শুরু আজ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 14:48:32

  চট্টগ্রামে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ২৬তম আর্ন্তজাতিক বাণিজ্যমেলা। বিকেল সাড়ে ৩টায় নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, এম এ লতিফ এমপি ও এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম। মেলা কমিটির কো-চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ জানান, নগরীর পলোগ্রাউন্ড মাঠের প্রায় ৪ লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, এবার বাণিজ্যমেলায় ১৭টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ১১টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৮টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা স্টল, ২৩টি মেগা স্টল, ১৪টি প্রিমিয়ার গোল্ড স্টল, ১৩টি প্রিমিয়ার স্টল এবং ১৪টি স্ট্যান্ডার্ড স্টল থাকবে। এছাড়াও ৩টি রেস্টুরেন্ট, পার্টনার কান্ট্রি থাই জোন ও ৩টি আলাদা জোন নিয়ে ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলাকে সুন্দর ও বিনোদনপূর্ণ করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর