বুদ্ধ পূর্ণিমার ছুটি শেষে সচল বেনাপোল বন্দর

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (বেনাপোল) যশোর | 2023-08-31 12:11:03

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটিতে বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য একদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। এর আগে গত বুধবার সারাদিন আমদানি-রফতানি বন্ধ ছিল।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বুদ্ধ পূর্নিমার ছুটি শেষে পুনরায় আজ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য খালাস করে নিতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় সাড়ে ৪শত ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি হয়। বাংলাদেশি পণ্য প্রায় দেড়শো ট্রাক ভারতে রফতানি হয়। প্রতিদিন আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা রাজস্ব আসে।

এ সম্পর্কিত আরও খবর