মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 12:33:35

গত মে মাসে দুই দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের মধ্যে এটি এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স।

মঙ্গলবার (০১ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির মধ্যেও এপ্রিলের ২ দশমিক ০৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স প্রবাহ মে মাসে এসে পাঁচ শতাংশ বেড়েছে। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যন্স এসেছিল এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে এক দশমিক ৭৮ বিলিয়ন ডলার ও মার্চ মাসে এক দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

মে মাসের এই রেমিট্যান্স প্রবাহ ২০২০ সালের আগস্টের তুলনায় ১০ দশমিক ৫৪ শতাংশ বেশি এবং ২০২০ সালের জুলাইয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে নয় দশমিক ৮৯ বিলিয়ন ডলার।

এ সম্পর্কিত আরও খবর