প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ বাড়ল

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 07:40:26

২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের চেয়ে ১ হাজার ৩৭৪ কোটি টাকা বেশি।

২০২০-২১ অর্থবছরের প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, দেশে শিক্ষার বাইরে আছেন এমন নিরক্ষর ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জন্য মোটিভেশনাল এবং সেনসিটাইজেশন কার্যক্রম গ্রহণের প্রচেষ্টা নেওয়া হবে। এ কার্যক্রমের মূল লক্ষ্য হবে উক্ত ব্যক্তিবর্গকে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়াদি যেমন স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য, স্বাস্থ্যবিধি মেনে চলা, কোয়ালিটি অফ লাইফ, যথোপযুক্ত শিক্ষার গুরুত্ব অত্যাধিক সম্পর্কে সেনসিটাইজেশন করা এবং তাদেরকে অনুপ্রাণিত করা। যাতে তারা তাদের সন্তানদের এ সব বিষয়ে সম্যকভাবে সেনসিটাইজ করতে আগ্রহী হয়ে ওঠে।

এছাড়াও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শক্তিশালী করার এবং তাদের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে মর্মে বক্তৃতায় উল্লেখ করেন।

এ সম্পর্কিত আরও খবর