বসুরহাট পৌরসভায় ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

, অর্থনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-09-01 06:09:14

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টায় পৌরসভার কার্যালয়ে ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন হিসাব দুই কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে এক কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৬৯৬ টাকা, উন্নয়ন ব্যয় সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন ব্যয় দুই কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৫৪৮ টাকা ও সমাপনী জের ধরা হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৮৪৯ টাকা।

এ সময় মেয়র ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব মো.হালিম উল্যাহ, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, মো. নুরনবী সবুজ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর