মানি লন্ডারিং প্রতিরোধে ভার্চুয়ালি প্রশিক্ষণ দিল মার্কেন্টাইল ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 00:10:23

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘প্রিভেনশন অফ মানি লাউন্ডারিং এন্ড কব্যাটিং ফাইন্যান্সিং এগেইনস্ট টেররিসম’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে দুই ধাপে ব্যাংকের বিভিন্ন শাখাসমূহের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সোমবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্যাংক কর্তৃপক্ষ।

প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং CAMLO শামীম আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত
আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. নাসিম আলম এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনষ্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

এ সম্পর্কিত আরও খবর