বেশি দামে ডলার বিক্রি করায় ৯ ব্যাংককে জরিমানা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:04:43

আমদানি পর্যায়ে বেশি দামে ডলার বিক্রি করার অভিযোগে ৯টি ব্যাংককে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আমদানিকারকদের কাছ থেকে ডলারের যে দাম নেওয়া হয়েছে, হিসাবের খাতায় তার চেয়ে কম দেখানোর কারণে এসব ব্যাংককে জরিমানা করা হচ্ছে।
ব্যাংকগুলো হচ্ছে; এক্সিম ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, তথ্য গোপন করার কারণ জানতে চেয়ে রোববার (২৮ অক্টোবর) এসব ব্যাংকে চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। ব্যাংকগুলো সন্তোষজনক জবাব দিতে না পারলে প্রচলিত বিধান মোতাবেক জরিমানা করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর