অনুমোদন পে‌লো পু‌লি‌শের 'ক‌মিউ‌নি‌টি ব্যাংক'

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:48:29

বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড না‌মে নতুন এক‌টি ব্যাং‌ক প্র‌তিষ্ঠার প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। 

সভা শেষে সাংবাদিকদের একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তি‌নি জানান, পর্ষদ সভায়  আরো তিনটি ব্যাংক অনুমোদনের প্রস্তাব থাকলেও তা আগামী পর্ষদ সভার উত্থাপন করা হবে। ত‌বে শর্ত সাপেক্ষে বা‌কি তিনটি ব্যাংকের প্রস্তা‌বে নীতিগত সায় দেওয়া হয়েছে। পরবর্তী পর্ষদ সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। 

যে তিনটি ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি সেগুলো হলো- ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’, ‘পিপলস ব্যাংক লিমিটেড’ ও ‘সিটিজেন ব্যাংক লিমিটেড’। 

জানা গে‌ছে, ক‌মিউ‌নি‌টি ব্যাংকের অনুমোদন দেওয়ার পর দেশে সরকারি-বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৫৯টি।

 

এ সম্পর্কিত আরও খবর