পস থেকেও টাকা তোলা যাবে

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 18:27:55

এখন থেকে পয়েন্ট অব সেল (পস) থেকে টাকা উত্তোলনের সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে পস ব্যবহার করে ব্যাংকের কার্ড গ্রাহকরা নগদ টাকা উত্তোলন করতে পারবে। পসে প্রতি লেনদেনে গ্রাহকদের সর্বোচ্চ ২০ টাকা চার্জ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় এটিএম ও ইন্টারন্টে ব্যাংকিং সেবার চার্জ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এটিএম বুথ ব্যবহার করে টাকা উত্তোলনের চার্জ আগের মতোই ১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া অন্য কিছু সেবায় চার্জ কমানো ও বাড়ানো হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, একটি ব্যাংকের গ্রাহক ভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা উত্তোলনে বর্তমানের মতোই গ্রাহক থেকে সর্বোচ্চ ১৫ টাকা নেওয়া যাবে। আর পাঁচ টাকা দেবে ব্যাংক কার্ড ইস্যুকারী ব্যাংক। এ ছাড়া স্থিতি অনুসন্ধান ও খুদে বিবরণীর জন্য বর্তমানের মতোই গ্রাহক থেকে পাঁচ টাকা ফি নেওয়া যাবে। পাশাপাশি এটিএম থেকে তহবিল স্থানান্তরে কার্ড ইস্যুকারী ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ টাকা ফি নেওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর