তেল খাওয়া বাদ দিতে হবে দেখছি!

, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2023-08-31 11:47:55

আগে এক লাফে ৯ টাকা বেড়েছিল। আজকে কিনতে এসে দেখছি আরো ৭ টাকা বেড়েছে। শুধু বাড়তেই আছে সায়াবিন তেলের দাম। কবে-কেমনে বাড়ে সেটাই বুঝতে পারছি না। এভাবে বাড়তে থাকলে তো শিগগিরই দুইশো টাকা লিটারে গিয়ে ঠেকবে। সয়াবিন তেল খাওয়া বাদ দিতে হবে দেখছি!

রাজধানীর মাটিকাটা বাজারে বাজার করতে এসে বলছিলেন মাসুদুর রহমান। তিনি একটি পোশাক কারাখানার মার্চেন্ডাইজার। বার্তা২৪.কমকে তিনি আরো বলেন, এমনিতেই করোনার মধ্যে বেতন কমে গেছে; তার ওপর নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়ছে। সব মিলিয়ে এখন চলা কষ্ট হয়ে যাচ্ছে।

আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। এবারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। আজ বুধবার থেকে ১৬০ টাকা দরে বিক্রি হবে। আগের দর ছিল ১৫৩ টাকা। আর খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা, যা আগে ছিল ১২৯ টাকা।

মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম ওয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।

সয়াবিন তেলের নতুন যে দর নির্ধারণ করা হয়েছে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত এক দশকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০০ থেকে ১১৫ টাকার মধ্যে ওঠানামা করলেও গত এক বছর ধরে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দর লাগামহীন।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে ১৩৪ টাকা, পরিবেশক মূল্য ১৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৩৬ টাকা বিক্রি হবে। আর বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ১৫০ টাকা, পরিবেশক ১৫৪ টাকা ও খুচরা পর্যায়ে ১৬০ টাকায় বিক্রি হবে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৭২০ টাকা, পরিবেশক মূল্য ৭৪০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেল প্রতি লিটার মিলগেটে ১১৬ টাকা, পরিবেশক মূল্য ১১৭ ও খুচরা পর্যায়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে নতুন দর প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে সয়াবিন তেলে লিটার প্রতি তিন টাকা ছাড় দেওয়ায় সেবার সব মিলিয়ে দাম বাড়ে ১২ টাকা।

দেশের মোট চাহিদার ৯৫ শতাংশ ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ২০২০ সালের পর থেকে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কথা বলে দেশে কয়েক দফায় সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও খবর