মূল্যস্ফীতি আরো বেড়েছে

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 03:10:38

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বাড়ছে মূল্যস্ফীতি। চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৫.৬ শতাংশ। এর আগের মাস আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৫.৫৪ শতাংশ। জুলাইয়ে হয়েছিল ৫.৩৬ শতাংশ। এ সময় খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় খাতেই বেড়েছে মূল্যস্ফীতি।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গত মাসে ভোক্তা পর্যায়ের মূল্যসূচকও বাড়ে, যা আগস্টের ৫.৫৪ শতাংশ থেকে ৫.৫৯ শতাংশে উন্নীত হয়। সেপ্টেম্বরে খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৬.১৯ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৬.১৩ শতাংশ।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে সরকার। গত ২০২০-২১ অর্থবছরে এই লক্ষ্য ধরা ছিল ৫ দশমিক ৪ শতাংশ। কিন্তু অর্থবছর শেষ হয় ৫ দশমিক ৫৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর