প্রতি আউন্সে স্বর্ণের দাম বেড়েছে ২৫ ডলারের বেশি

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:27:22

বিশ্ববাজারে এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ২৫ ডলারের বেশি বেড়েছে। এর মাধ্যমে প্রায় এক মাস দরপতন হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে দামে এখনো পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববাজারে দাম বাড়ায় মে মাসে দেশের বাজারে দুই দফায় ভরিতে স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। জুনের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম কমানো হয়। কিন্তু আগস্টের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দামে বেশ অস্থিরতা দেখা দেয়। কয়েক দফা উত্থান-পতনের মাধ্যমে একপর্যায়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম একশ ডলারের মতো বেড়ে যায়। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়।

গেল সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৭৬৭ দশমিক ৩৪ ডলার। আর সপ্তাহ শেষে তা ১ হাজার ৭৯২ দশমিক ৭৯ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২৫ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। তারা জানান, দেশের বাজারে এখনো স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি সোমবার পর্যন্ত দেখা হবে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর