২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মীর আকতার

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 00:51:23

পুঁজিবাজারের তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেড অভিহিত মূল্যের ২ হাজার ৫০০ মিলিয়ন (২৫০ কোটি) টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করবে।

শনিবার (১৩ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকের পর পর্যালোচনা ও অনুমোদনের পর কোম্পানিটি চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৫৬ পয়সা।

এ সম্পর্কিত আরও খবর