এখন থেকে ৫০ লাখ টাকার ভ্যাট ই-পেমেন্টে

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 02:14:24

এখন থেকে ৫০ লাখ ও তার বেশি টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) বাধ্যতামূলকভাবে ই-পেমেন্ট বা এ-চালানের মাধ্যমে জমা করতে হবে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট নিবন্ধন রয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এ নিয়ম জারি করেছে।

বিভিন্ন সরকারি রাজস্ব ও সেবার ফি অনলাইনে জমা দিতে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি, যাকে এ-চালান বলা হয়। এই চালান ব্যবস্থায় কর বা সেবা পরিশোধকারীকে ব্যাংকে যেতে হয় না। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুবিধামতো জায়গা থেকেই পরিশোধ করা যায়। এমনকি ব্যাংকের কাউন্টারে গিয়েও এ-চালানে রাজস্ব জমা করা যায়। এরই মধ্যে ৪০টি ব্যাংক থেকে এ-চালানে অর্থ পরিশোধ করা যাচ্ছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, অনলাইননির্ভর আধুনিক ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। ই-পেমেন্ট বা এ-চালান ব্যবহার করে ব্যবসায়ীরা দ্রুত ও নির্বিঘ্নে রাজস্ব পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীদের পরিশোধ করা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা নিশ্চিত হবে। ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর